Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

নাগরিক সনদ
* পরিবর্তনের আবেদন সহকারী কমিশনার (ভূমি) এর সাথে নির্ধারিত ফরমে করতে হবে।

মন্ত্রকের ওয়েবসাইট (www.minland.gov.bd), সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী অফিসারের কার্যালয় এবং ইউনিয়ন তথ্য ও পরিষেবা কেন্দ্র (ইউআইএসসি) থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

* মিউটেশন আবেদনের সাথে ডকুমেন্ট জমা দিতে হবে:

(১) ক্রয়ের মূল দলিলের সত্যায়িত অনুলিপি / ফটোকপি এবং ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ভয়া দলিলের সত্যায়িত অনুলিপি / ফটোকপি।

(২) মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকারের শংসাপত্র (তিন মাসেরও বেশি সময়ের মধ্যে জারি করা হয়)

(৩) হেবাদানের ক্ষেত্রে হেবা দলিলের অনুলিপি

(৪) সংশ্লিষ্ট খাত্তরের প্রত্যয়িত অনুলিপি / ফটোকপি।

(৫) ভূমি উন্নয়ন কর প্রদানের জমা দেওয়া।

()) ১ (এক) আবেদনকারী / প্রতিনিধির পাসপোর্ট সাইজের ছবি কপি করুন।

* রূপান্তরকরণের জন্য ব্যয়: रु। 250 / -।

(আবেদনের কোর্টের ফি ৫,০০০ টাকা, নোটিশ জারি করার ফি ২,০০০ টাকা, রেকর্ড সংশোধন ফি 200 / - টাকা এবং মিউটেশন খাত্তরের ফি રૂ। 43 / -)

* মিউটেশন কার্যক্রম নিষ্পত্তি করার জন্য সময় এবং অন্যান্য বিষয়

(১) মালিকানার বিষয়ে যদি কোনও বিরোধ না হয় তবে আবেদনের তারিখ থেকে সর্বাধিক ৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে মিউটেশনটি সম্পন্ন হবে।

(২) আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় রেকর্ড প্রদর্শন করিবেন এবং নির্ধারিত তারিখ ও সময় মূল নথি সহ উপজেলা ভূমি অফিসে শুনানিতে উপস্থিত হইবেন।

(৩) আবেদনকারীকে নিজে আবেদন করতে হবে। আপনি যদি কোনও যৌক্তিক কারণে সক্ষম না হন তবে আপনাকে কর্তৃপক্ষের চিঠির মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি পাঠাতে হবে।

(৪) দালাল বা টাউটসের মাধ্যমে জমা দেওয়া আবেদনগুলি প্রত্যাখ্যান করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনও রূপান্তর না হলে বা অতিরিক্ত ফি দাবি করা হলে নিযুক্ত কর্মকর্তাদের সরাসরি বা ফোন বা ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।